যশোর শহর যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের অভিযান শুরু,১৪টি মামলা

যশোর প্রতিনিধি
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষ্যে যশোর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে কর্মরত ট্রাফিক কর্মকর্তা ও সদস্যরা শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা থেকে থানা মোড় হয়ে বস্তাপট্টি পর্যন্ত যানজন মুক্ত রাখতে পদক্ষেপ গ্রহন করেছেন। বৃহস্পতিবার ৭ এপ্রিল সকাল থেকে ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ের পুুলিশ পরিদর্শক ইনচার্জ (শহর   ও যান বাহন) খন্দকার মশিউর রহমানের নেতৃত্বে দড়াটানা থেকে এমকে রোডস্থ ( নেতাজী সুভাষ চন্দ্র রোড) হয়ে কোতয়ালি মডেল থানার মোড় হয়ে আরএন রোডস্থ বস্তাপট্টি পর্যন্ত অভিযান চালিয়েছে। অভিযানে এই সড়কের দুই পাশের্^ ব্যাংক, মার্কেটসহ সকল প্রতিষ্ঠানের সামনে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিংয়ের অভিযোগে ১০টি মোটর সাইকেলের বিরুদ্ধে পজ মেশিনে অর্থাৎ অন লাইন ভিত্তিক ততক্ষনিক মামলা ও ৪টি যান বাহনের বিরুদ্ধে রেকার ব্যবহারসহ মামলা দিয়েছে। এ সময় ১৪টি মোটর সাইকেল রং পার্কিং করার অভিযোগে ও কাগজপত্র বিহীনের অভিযোগে জব্দ করে ট্রাফিক কার্যালয়ে রাখা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ের ইনচার্জ প্রশাসন খন্দকার মশিউর রহমান জানান, আজ শুক্রবার থেকে পবিত্র রমজান উপলক্ষ্যে শহরের দড়াটানা থেকে থানার মোড় হয়ে বস্তাপট্টি অন ওয়ে হিসেবে যানবাহনা চলাচল করবে। মনিহারের দিক হতে যানবাহন আরএনরোড হয়ে বস্তাপট্টি হয়ে রেলরোড আদ্ দ্বীন হাসপাতাল কিংবা রাসেল চত্বর হয়ে এমএম আলী রোড পর্যন্ত চলবে। দড়াটানা থেকে যানবাহন শহরের এমকে রোড হয়ে থানার মোড় হয়ে যেতে পারবেন তবে ওই  দিক থেকে আসতে পারবেনা। বৃহস্পতিবার ৭ এপ্রিল সকাল থেকে ট্রাফিক পুলিশের অভিযানে দড়াটানা থেকে থানার মোড় হয়ে বস্তাপট্টি পর্যন্ত সড়কের দুই পাশে অবস্থিত ফুটপাত দখল মুক্ত করা হয়েছে। বিভিন্ন মার্কেটের সামনে অবৈধ যানবাহন রাখার বিষয়ে সর্তকতা করেন। শহরের রাস্তাঘাট প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা পরিচালনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানান। পবিত্র রমজান মাসে ও আসন্ন ঈদে যশোর শহর যাতে যানজট মুক্ত থাকে তার জন্য ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয়ে কর্মরত অন্যান্য ইন্সপেক্টর,সার্জেন্ট,টিএসআই,এটিএসআই ও ট্রাফিক পুলিশ সদস্যরা কঠোর হস্তে দায়িত্ব পালন করে যাচ্ছেন।#