যশোর প্রতিনিধি
যশোর সদরের কনেজপুর গ্রামে পূর্ব শক্রতার জেরে বাপ্পরাজ হোসেন বাপ্পী নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগে আদালতে দায়েরকরা পিটিশন কোতয়ালি থানায় নিয়মিত মামলা রেকর্ড করেছে।
মামলায় আসামি করা হয়েছে দু’জনকে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার কনেজপুর গ্রামের সরোয়ার মন্ডলের ছেলে আমিনুল ইসলাম রানা ও জতিন খোকনের ছেলে শাহিন হোসেন ।
ওই গ্রামের জয়নাল আলী মন্ডলের ছেলে বাপ্পরাজ হোসেন বাপ্পী মামলায় উল্লেখ করেন, আসামীদের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সে কারণে তাকে নানা ভাবে ক্ষতির ষড়যন্ত্র করে আসছে। গত ২৩ মার্চ সন্ধ্যা ৭ টারদিকে তিনি কনেজপুর ঋষিপাড়ার মোড়ে মনিরুলের চায়ের দোকানের সামনে ছিলেন। সে সময় আসামিদ্বয় সেখানে একটি দা দিয়ে তার মাথায় কোপ মারে। তিনি জখম হয়। এরপর লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিটে জখম করে। তার কাছে থাকা আরআরএফ থেকে নেয়া ঋণের ৪৫ হাজার ৩শ টাকা কেড়ে নেয়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নিতে হয়। এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলে কোন কাজ হয়। ফলে তিনি গত ২৮ মার্চ আদালতে পিটিশন দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।