যশোর প্রতিনিধি
যশোরের পল্লীতে এক গৃহবধূর (৩২) ঘরে ঢুকে চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের হালশা গ্রামের শাকিল (৩০) নামে এক যুবককে। শাকিল ওই গ্রামের মৃত আব্দুর রউফ ওরফে লেন্টু বিশ্বাসের ছেলে।
এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেছেন, তার স্বামী গাড়ির হেলপার। প্রায় সময় তিনি বাড়ির বাইরে থাকেন। এই সুযোগে শাকিল তাকে নানা কুপ্রস্তাব দিতো। ভয়ভীতিও দেখাতো। গত ২৭ মার্চ রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না। রাত ১১টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এই সুযোগে শাকিল কৌশলে তার ঘরের মধ্যে ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকে। তিনি ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লে শাকিল তাকে জাপটে ধরে। পরে চাকু ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। পরে শাকিল চলে যাওয়ার সময় কাউকে না জানানোর জন্য শাসিয়ে যায়। তিনি দুইদিন পরে তার স্বামীকে বিষয়টি জানিয়ে কোতয়ালি থানায় মামলা করেন। #