কেশবপুরে অভিযান প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যপণ্যসহ তিনজন আটক 

যশোর প্রতিনিধি
যশোরের ডিবি পুলিশ কেশবপুরে এক অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যপণ্যসহ তিনজনকে আটক করেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার সাবদিয়া অফিস পাড়ার কেন্দ্রীয় কবরস্থানের পাশের রাজিবুল ইসলামের চারতলা বিল্ডিং এর নিচতলা অভিযান চালিয়ে ওই খাদ্যপণ্য জব্দ করা হয়।
আটককৃতরা হলো, মাজিদপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী খাদিজা খাতুন ওরফে সাইস (৩২), কাবিলপুর গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে আনন্দ দাস (৩৯) এবং রাজনগর গ্রামের মৃত কাদের গাজীর ছেলে রুহুল আমিন (৩২)।
ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন উপকরণ দিয়ে আসামিরা দীর্ঘদিন ধরে ভেজাল গ্লুকোজ, বিভিন্ন নামের সফট ড্রিকংস, ভেজাল ট্যাংক, ম্যাংগো জুসসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করতো। এবং তা বাজারে বিক্রি করতো। তাদের এই ধরনের পণ্য উদপাদনের কোন বৈধতা না পাওয়ায় সকল মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য ২৪ লাখ ৫০ হাজার ১৬০ টাকা। এই ঘটনায় তিনজনকে আটক করে তাদের নামে কেশবপুর থানায় মামলা করেছে পুলিশ।