ই-ভ্যালির চেয়ারম্যান নাসরিনের বিরুদ্ধে  যশোরে চেক ডিজঅনারের মামলা

যশোর প্রতিনিধি : চেক ডিজঅনারের অভিযোগে ই-ভ্যালি ডটকম লিমিটেডের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শহরের ষষ্টিতলা পাড়ার ইমান আলীর ছেলে সামসুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগো জানা গেছে, সামসুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে ই-ভ্যালির পণ্য বিক্রির বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হন। এরপর তিনি ই-ভ্যালির ওয়েবসাইড দেখে একটি এ্যাপাচি মোটরসাইকেল কেনার ওয়ার্ডার করেন। যার দাম ছিল ১ লাখ ৭০ হাজার টাকা। টাকা পরিশোধের পর ৪৫ দিনের মধ্যে মোটরসাইকেল পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়। নির্ধারিত দিন অতিবাহিত হওয়ার মোটরসাইকেল না পাওয়ায় কোম্পানির অফিসে যোগাযোগ করলে আসামি চেয়ারম্যান স্বাক্ষতির এক চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। বিষয়টি লিগ্যাল নোটিশের মাধ্যমে আসামিকে অবহিত করা হলে টাকা না দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।