যশোরে স্বামী ও তিনটি শিশু সন্তান ফেলে গৃহবধূর বিদেশে পাড়ি জমানোর চেষ্টা।

যশোর প্রতিনিধি
ছয় মাসের দুগ্ধ শিশু কন্যা, ছয় বছরের শিশু ছেলে ও নয় বছরের শিশু মেয়ে এবং এক মাত্র স্বামী নাজমুল হোসেনকে রেখে গৃহবধূ রহিমা বিদেশে পাড়ি জমাতে একটি চক্রের কবলে পড়েছে। স্বামী নাজমুল হোসেন তার শিশু মেয়ে জ্যোতি (৬ মাস),শিশু ছেলে আনামুল (৬) ও শিশু মেয়ে সাথী (৯) কে নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্যে দিনাতিপাত করছে। শিশুদের কথা ভেবে রাজ মিস্ত্রী নাজমুল হোসেন তার প্রাণের সহধর্মিনী রহিমা বেগমকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে জেলা প্রশাসকের স্মরনাপন্ন হয়েছেন। ঘটনাটি যশোর সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের।
ছোট শেখহাটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজ মিস্ত্রী নাজমুল হোসেন জেলা প্রশাসকের স্মরনাপন্ন হয়ে আবেদন জানান,তার স্ত্রী রহিমা বেগমকে বিদেশ যাওয়া হতে বিরত থাকার জন্য । আবেদনে সে উল্লেখ করেন, তার স্ত্রী রহিমা বেগম তার তিনটি শিশু কন্যা ও পুত্রকে রেখে স্বামীর বিনা অনুমতিতে বিদেশে যাওয়ার চেষ্টা করছে। তার স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক অটুট রয়েছে। স্ত্রী রহিমা বিদেশে চলে গেলে নাজমুল হোসেন এর দুগ্ধ পোষ্য শিশুসহ অন্য দুইটি শিশু সন্তানকে লালন পালন করা তার জন্য কষ্টসাধ্য হবে এবং দুগ্ধ পোষ্য শিশু সন্তান যার বর্তমান বয়স ৬মাস তার জীবনের ঝুঁকি রয়েছে। যার কারনে নাজমুল হোসেনের স্ত্রী রহিমা বেগম যাতে শিশু সন্তানদের ফেলে রেখে বিদেশে না যেতে পারে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য  জেলা প্রশাসকের কাছে প্রার্থনা জানান। নাজমুল হোসেন জানান, তার স্ত্রী রহিমা বেগম পশ্চিম ছোট শেখহাটি গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি ১৯৯০ সালের ১ মে জন্ম গ্রহন করেন। যা জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জানাগেছে। নাজমুল হোসেন  আরো জানান, স্ত্রী রহিমা বেগম বিদেশে পাড়ি জমানোর জন্য একটি চক্রের কবলে পড়েছে। তাকে বিদেশে নেওয়ার প্রলোভন দিয়ে চক্রটি স্ত্রী রহিমা বেগমকে বিক্রি করে দিবে। বিদেশে রহিমা বেগম পাশবিক নির্যাতনের শিকার হওয়ার আশংকা প্রকাশ করছে স্বামী নাজমুল হোসেন।