যশোর প্রতিনিধি
যশোরে মাদক মামলায় মাহবুব রহমান মুকুল নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে একটি আদালত। মুকুল মণিরামপুরের বারপাড়া গ্রামের দক্ষিন পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। সোমবার জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরমান হোসেন এক রায়ে এ সাজা দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ২৩ আগস্ট মণিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকুরিয়া বাজারে অভিযান চালিয়ে মুকুলকে আটক করে। এ সময় তার পকেট থেকে বিক্রির উদ্যেশে রাখা ৩০ পরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এব্যাপারে এএসআই মান্নাফউজ্জামান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মুকুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৬ মাসের কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুকুল পলাতক রয়েছে।