যশোর প্রতিনিধি: যশোর পুলিশের আলাদা আলাদা অভিযানে ৭জন মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল এবং ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে কোতোয়ালি এবং বেনাপোল পোর্ট থানায় মামলা করেছে পুলিশ।
আটককৃতরা হলো, যশোর উপশহর ডি-ব্লকের নুর ইসলামের ছেলে আবুল কাসেম, উপশহর নওয়াপাড়া মসজিদের পাশে মৃত শফিউদ্দিনের ছেলে আমিনুর মোল্যা, সদর উপজেলার বিরামপুর গ্রামের কালিতলার জামাল হোসেনের ছেলে আহম্মেদ জুবায়ের হোসেন দিপ্ত, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের রবিউল ইসলাম মিনার ছেলে শাহিদুর রহমান টিটু, খড়িডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ খোকনের মেয়ে খাদিজা বেগম, ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের উত্তরপাড়ার মহিউদ্দিন গাজীর ছেলে মাসুদ রানা ও আবুল কালাম আজাদের ছেলে আহসান কবির।
বেনাপোল পোর্ট থানা পুলিশ গত ২৪ মার্চ রাত ১০টার দিকে ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শাহিদুল রহমান টিটুর বাড়ি থেকে ১৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। একই থানা পুলিশ আরেকটি অভিযানে গতকাল ২৫ মার্চ সকাল ১০টার দিকে বেনাপোলেল গাজীপুর গ্রামের বড় মসজিদের সামনে থেকে খাদিজা বেগমকে ৩৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে গত ২৪ মার্চ সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের ঘোপ কুইন্স হাসপাতাল এলাকার সিকদার ট্রেডার্সের সামনে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় আহসান কবির স¤্রাট, মাসুদ রানা ও আহম্মেদ জুবায়ের হোসেন দিপ্তকে আটক করা হলেও তাদের আরেক সহযোগি শহরতলীর বিরামপুর কালিতলার ইসাহাকের ছেলে ইব্রাহিম পালিয়ে চলে যায়। তবে আটককৃতদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনার মামলায় ইব্রাহিমকে পলাতক আসামি করা হয়েছে।
এছাড়া ২৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে শহরের ষষ্ঠীতলা পিটিআইয়ের সামনে অভিযান চালিয়ে ১১০ গ্রাম গাঁজাসহ আমিনুর মোল্যা ও আবুল কাসেমকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ