যশোর মণিরামপুরে ভোজ্য তেল মজুদ রাখায় এক লাখ টাকা জরিমানা আদায়

যশোর প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল মঙ্গলবার ২২ মার্চ দুপুর ১২ হতে ২ টার মধ্য মণিরামপুর উপজেলার বাজার এলাকায় হাজী মনির ষ্টোর নামক প্রতিষ্ঠানে মজুদকৃত ভোজ্য তেল (সয়াবিন) রাখার অভিযোগে ১লাখ টাকা জরিমানা করেন।
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, র‌্যাবের চৌকসদল মঙ্গলবার ২২ মার্চ দুপুর ১২ হতে ২ টার মধ্যে র‌্যাবের একটি চৌকসদল হাজি মনির ষ্টোর নামক প্রতিষ্ঠানের ষ্টোরে অবৈধভাবে বিপুল পরিমানের ভোজ্য তেল (সয়াবিন) মজুদ রাখার অভিযোগে প্রতিষ্ঠানের মালিক আরিফুজ্জামানকে গ্রেফতার করে। সে যশোর মণিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের মণিরুজ্জামানের ছেলে। গ্রেফতারের পর তার দখলে থাকা বিপুল পরিমানে ভোজ্যতেল উদ্ধার করে। আরিফুজ্জামানকে গ্রেফতারের পর তার কাছে ১লাখ টাকা জরিমানা  আদায় করে।