যশোর প্রতিনিধি
বিস্কুট ও কোমল পানীয় দ্রব্যর সাথে বিষাক্ত খাওয়ায়ে অচেতন করে এক চালকের কাছ থেকে ইজিবাইক নিয়ে লাপাত্তা করার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ২১ মার্চ মঙ্গলবার সকালে মামলাটি করেন, যশোরের মণিরামপুর উপজেলার পাাড়দিয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে মামুন হেসেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা বিবারনে যশোর মণিরামপুর উপজেলার পাড়দিয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে মামুন হোসেন।
বাদি মামলায় উল্লেখ করেন,বাদি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৭ মার্চ সকাল ৯ টায় বাদি বাড়ি হতে তার ৫ ব্যাটারী বিশিষ্ট ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ইজিবাইক নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। ওই দিন বেলা সাড়ে ১১ টায় উক্ত আলী রেজা রাজুসহ অজ্ঞাতনামা ২জন ব্যক্তি বাদির উক্ত ইজিবাইক ভাড়া ঠিক করে সুতীঘাটা কবিরাজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সূতিঘাটা হতে ৭ মার্চ বেলা ১২ টায় যশোর কোতয়ালি মডেল থানাধীন রাজারহাট নামকস্থানে যশোর টু মণিরামপুর সড়কের উপর পৌছানোর পর উক্ত আসামীরা বাদিকে ভুল বুঝিয়ে বিস্কুট ও কোমল পানির সাথে বিষাক্ত দ্রব্য খাওয়ায়। যার ফলে বাদি আস্তে আস্তে অচেনত হয়ে পড়ে। উক্ত আসামী আলী রেজা রাজুসহ তার সহযোগী অজ্ঞাতনামা ২জন বাদির ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল যার মূল্য সাড়ে ১৩ হাজার টাকা ও নগদ ৫শ’ টাকা চুরি পালিয়ে যায়। বাদি অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসনাতালে ভর্তি করে। পরে সুস্থ্য হয়ে উঠলে প্রতারক সন্ত্রাসীর বিরুত্থে কোতয়ালী মডেল থানায় মামলা দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম মঙ্গলবার ২২ মার্চ দুপুর ১২ টায় পুলেরহাট বাসস্ট্যান্ড হতে গ্রেফতার করে। পরে তাকে আদালতে সোপর্দ করেন।#