বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ১০ আসামীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
রোববার (২০ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল উত্তর বারপোতা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে আবুজার গিফারী (২২), সাদিপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদ (২৪), খড়িডাঙ্গা গ্রামের মাহাতাব আলীর ছেলে আশিকুর রহমান সেলিম (২৭), গাজীপুর গ্রামের ইলিয়াছ এর ছেলে রাজু খা (২২), বারপোতা গ্রামের মতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৮), একই গ্রামের ওলিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসি খাতুন (৪৫), মতিয়ার রহমানের স্ত্রী আয়েশা বেগম (৫৫), বৃত্তি আঁচড়া গ্রামের মিজাক আলীর দুই ছেলে বাবু (৩০) ও উজ্জল হোসেন (২৫)। অপর দিকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমান গনির ছেলে আতিয়ার রহমান (৩৫)কে আটক করা হয়।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বেনাপোলের বিভিন্ন এলাকায় রাতে অভিযান চালিয়ে ১০জন আসামীকে আটক করা হয়। আটক আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।