যশোর প্রতিনিধি: যশোরে যৌতুক দাবিতে মারপিট এবং বিভিন্ন সময় স্ত্রীর সাথে তোলা অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার আসামি আরাফাত আহম্মেদকে আটক করেছে। আটক আসামি আরাফাত আহম্মেদ উপশহর এফ ব্লকের রাজু আহম্মেদের ছেলে।
বাদী সোহাগ হোসেন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের তোফাজ্জেল হোসেনের ছেলে। তার বোন আফসানা আক্তার মিমকে ৮ মাস আগে পারিবারিক ভাবে আরাফাতের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পরে তারা স্বামী-স্ত্রী শহরের ঘোপ এলাকায় বসবাস করে। কিন্তু আসামি আরাফাত আহম্মেদ একজন মাদক সেবী। মাদক সেবন করে বিভিন্ন সময় বাসায় এসে তার বোনকে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে মারপিট করে। আরাফাত গত ১৩ মার্চ দুপুর ২টার দিকে আফসানা আক্তার মিমকে মারপিট করে বাসা থেকে তাড়িয়ে দেয়। ওইদিন মিম তার এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেন। ১৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিম ঘোপ সেন্ট্রাল রোডের অনিকের গ্যাসের দোকানের সামনে রিক্সায় এসে নামার সময় আরাফাত আবারো তাকে এলোমেলোভাবে মারপিট করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আরাফাতের মারপিটের হাত থেকে মিমকে রক্ষা করে। এরপর খবর পেয়ে বাদী সোহাগ এসে তার বোনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গতকাল শনিবার থানায় মামলা করা হলে পুলিশ আসামি আরাফাতকে আটকের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।