যশোর শহরের কারবালায় শবে বরাতের রাতে তরুণ জখমের ঘটনায় মামলা গ্রেফতার-১

যশোর প্রতিনিধি
এলাকাগত শত্রুতা বশত শহরের কারবালা মসজিদের সামনে চিহ্নিত সন্ত্রাসীরা বিপ্লব (১৮) নামে এক যবুককে এলোপাতাড়ী মারপিট করে জখমের ঘটনায় কোতয়ালি মডেল থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলাটি করেছেন, খোলাডাঙ্গা ধর্মতলা ব্রাক অফিসের পাশে হ্যাচারী পাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মোছাঃ আলেয়া বেগম। পুলিশ এ ঘটনায় নাইম  হোসেন প্রান্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে খোলাডাঙ্গা মফিজ পাড়ার হিজলে মিন্টুর ছেলে। মামলার আসামীরা হচ্ছে, সদর উপজেলার খোলাডাঙ্গা মফিজ পাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে আশা, নূরুল ইসলাম দেওয়ানের ছেলে বাবু ওরফে দেওয়ান বাবু, টিটোর ছেলে শাওন, হিজলে মিন্টুর ছেলে প্রান্ত, লুৎফর রহমানের ছেলে ইমরান ও রায়হানসহ অজ্ঞাতনামা ১০/১২জন।
শনিবার ১৯ মার্চ দুপুরে মামলার বাদি আলেয়া বেগম উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মামলায় বলেন,তার নাতি ছেলে বিপ্লবের সাথে আসামীদের এলাকাগত শত্রুতা রয়েছে। শুক্রবার ১৮ মার্চ রাত সোয়া ১১ টায় বাদি নাতি ছেলে বিপ্লব কারবালা মসজিদ থেকে নামাজ শেষে মসজিদ থেকে বাইরে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে মসজিদের সামনে অবস্থান কালে আশার হুকুমে উল্লেখিত আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন সশস্ত্র অবস্থায় বিপ্লবকে চারিদিক থেকে ঘিরে ধরে। পরে তাদের কাছে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে আঘাত করে। বিপ্লবের ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রাণনাশের হুমকী দিয়ে চলে। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা নাইম হোসেন প্রান্তকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।#