যশোরে মাইক্রোবাসের চাপায় মাদরাসাছাত্র নিহত 

যশোর প্রতিনিধি
যশোরে মাইক্রোবাসের চাপায় সাকলাইন (২০) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এসময় মিন্টু (৩০) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালের দিকে যশোর শহরের ঢাকা রোড হাফিজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত রিকশাচালক যশোর জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে পুলিশ।
নিহত সাকলাইন যশোর শহরের দড়াটানা হাফিজিয়া মাদরাসার ছাত্র। এবং ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রমের আব্দুল আলিমের ছেলে। আহত রিকশাচালক মিন্টু যশোর ঝিকরগাছা উপজেলার শ্রী চন্দ্রপুর গ্রামের বাবর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস খুলনায় যাচ্ছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা রোড হাফিজিয়া মাদরাসার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে থাকা সাকলাইন মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আর আহত হন রিকশাচালক মিন্টু। স্থানীয়রা আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন  বলেন, হাসপাতালে আনার আগেই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রিকশাচালক মিন্টু এখন শঙ্কামুক্ত।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।