বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রেসক্লাব যশোরের কর্মসূচী

প্রেস বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে প্রেসক্লাব যশোর। এজন্য আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হবে।
প্রেসক্লাব যশোরের সকল সদস্যকে এই কর্মসূচিতে অংশ নিতে ওইদিন সকাল সাড়ে ১০টার মধ্যে ক্লাব চত্বরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং ভারপ্রাপ্ত সম্পাদক সরোয়ার হোসেন।#
যশোরে পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের আলাদা
অভিযান ইয়াবা গাঁজা উদ্ধার গ্রেফতার-১০
বিশেষ প্রতিনিধি
যশোরে ১৪ মার্চ সোমবার আলাদা অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ১০ জনকে গ্রেফতার করেছে  পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৪ মার্চ সোমবার বিকেল সাড়ে ৩টায় সদরের ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা লেবুতলা গ্রামের তেঁতুলতলা বাজারের জনৈক রবিউলের চায়ের দোকানের সামনে অভিযান চালান। সেখান থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও একটি প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো-খ-১১-৪৬৩৯) উদ্ধার করে। এ সময়  সেখান থেকে লেবুতলা পূর্বপাড়ার লিয়াকত আলী শেখের ছেলে ইয়াজুল শেখ  ও চৌগাছা উপজেলার হাউলী পূর্বপাড়ার সাধন মন্ডলের ছেলে সৌরভ মন্ডল ওরফে গাংগুলি  গ্রেফতার করেন। একই দিন দুপুর ১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর  জেলা কার্যালয়ের ক সার্কেলের সদস্যরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা মানদিয়া বটতলা নামকস্থানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উলফাত মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেন । সে ওই গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ডিবি পুলিশের একটি টিম সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের খালকাটা পাড়ায় অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল আহমেদ নামে এক যুবককে আটক করেন। তিনি সীতারামপুর গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে। বিকেল পৌনে ৪টায় ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস শহরের পুরাতন কসবা কাঁঠালতলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবুল হোসেন নামে এক যুবককে আটক করেন। বাবুল হোসেন শহরতলীর ঝুমঝুমপুর মধ্যপাড়ার মৃত নুর আলমের ছেলে। সন্ধ্যা পৌনে ৬টায় ডিবি পুলিশ সদর উপজেলার ঝুমঝুমপুরস্থ উপজেলা পরিষদ চত্বরের একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের টিপু শেখের ছেলে জুয়েল রানা  ও  বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে তরিকুল ইসলাম কে গ্রেফতার করেন  রাত সোয়া ১১টায় শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা সদর উপজেলার পাকদিয়া নামক স্থানে অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজাসহ একই এলাকার বারেক বিশ্বাসের ছেলে সুজন আলী ও মৃত সুলতান আহমেদের ছেলে রুবেল হোসেনকে গ্রেফতার করেন। একই দিবাগত রাত সাড়ে ১১টায় পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা পাকদিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ ইলিয়াস হোসেন নামে এক যুবককে আটক করেন। তিনি একই গ্রামের ইউসুফ হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হলে ১৫ মার্চ মঙ্গলবার দুপুরের পরে  গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেন।