যশোরে প্রাইভেট কারের চালককে আটক  ঘটনায় তিনজন গ্রেফতার

যশোর প্রতিনিধি
তুহিন নামে এক প্রাইভেট কারের চালককে ডেকে নিয়ে শহরের কুইন্স হাসপাতালের সামনে ডেকে অবৈধ আটক পূর্বক চাঁদাদাবি ও নগদ টাকা এবং বিকাশে টাকা নিয়ে মারপিটের ঘটনায় মামলায় পুলিশ তিন চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। এ নিয়ে ওই ঘটনায় পুলিশ মোট ৩ জনকে গ্রেফতার করলো। নতুন করে গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোরের ঝিকরগাছা উপজেলার জিলগাছা গ্রামের বর্তমানে যশোর শহরের ঘোপ জেল রোডস্থ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাসার পাশে জনৈক জলিলের বাড়ির ভাড়াটিয়া শহিদুল ইসলাম ওরফে সৈয়দ আলীর ছেলে উজ্জল হোসেন, ঘোপ জেলা রোডস্থ সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়ির পিছনে মুরছালিনের বাড়ির ভাড়াটিয়া মনিরুল ইসলাম ওরফে পাঁচুর ছেলে রানা ও উপশহর কবরস্থান আইল্যান্ডের সামনে চায়ের দোকানের আমিনের ছেলে আকাশ হোসেন। গ্রেফতারকৃতদের রোববার ১৩ মার্চ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য,গত বৃহস্পতিবার ১০ মার্চ রাত সাড়ে ৮ টায় সদর উপজেলার ভেকুটিয়া শেখ পাড়ার আলী হায়দারের ছেলে তুহিন পরিচয়ের সূত্র ধরে সন্তাসী সুমনের মোবাইল ফোন পেয়ে কুইন্স হাসপাতালের সামনে আসে। তুহিনকে সুমনসহ তার সহযোগীরা পাশে একটি কাঠ গোলায় নিয়ে যায়। সেখানে অবৈধভাবে আটক করে তার কাছে ১লাখ টাকা চাঁদাদাবি করে। এক পর্যায় মারপিট করে নগদ ৩০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা গ্রহন করে রিক্সা যোগে মণিহারের কাছে নিয়ে তুহিনকে ছেড়ে দেয়। এ ঘটনায় পুলিশ ঘটনার পর মহারাজ নামে এক সন্ত্রাসীকে তুহিনের দেখানো মতে গ্রেফতার করে। বাকী সহযোগী আসামী উজ্জল, রানা ও আকাশকে শনিবার রাতে গ্রেফতার করে।