যশোরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত ও দূর্ই কলেজ ছাত্র আহত

যশোর প্রতিনিধি: গতকাল বৃহসপতিবার দুপুরে আলাদা দুটি সড়ক দূর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও কলেজ ছাত্রসহ দুইজন আহত হয়েছে। বৃহসপতিবার বেলা ১২টার সময় যশোরের চৌগাছা উপজেলার সলুয়া কায়েমকোলা রোড়ের রানীয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী মজনু(৩০) নামে এক ব্যবসায়ী আহত হয়।তিনি জেলার চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের কালিয়াকান্দি গ্রামের জুল হোসেনের ছেলে।পেশায় তিনি একজন সার ব্যাবসায়ী। মোটরসাইকেল যোগে ব্যাবসায়ীক কাজে যাবার সময় দ্রুত গামী ট্রাক উক্ত স্হানে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।মজনু চিকিৎসা চলাকালে বেলা তিনটার দিকে ডাক্তার তাকে মুত্যু ঘোষনা করেন
এদিকে বেলে সাড়ে ১২টার দিকে শহরের খোলাডাঙ্গা বাজার এলাকায় মটর সাইকেলের দূর্ঘটনায় অর্নব (১৭), ও বিল্লাল (১৮) নামে দুই কলেজ ছাত্র আহত হয়েছে। আহত অর্নব শহরের মোল্লাপাড়ার মামুনুল হকের ছেলে। সে যশোর সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং বিল্লাল আতাউর রহমানেরর ছেলে। তারা দুজন খোলাডাঙ্গা থেকে এমএম কলেজ আসাদ গেটের দিকে টিভিএস মটর কেলে করে যাচ্ছিলেন। বেপোরোয়া ভাবে গাড়ী চালানোর কারনে বেলা সাড়ে ১২টার দিকে শহরের খোলাডাঙ্গা বাজার মোড়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে।এঘটনায় দুজনকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে