বিশেষ প্রতিনিধি
মানব সম্পদ বিভাগ,পা-ওয়াং সিরামিক ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড মহাখালী ডিও এইচ এস ঢাকা কোম্পানীর বিক্রয় প্রতিনিধি টাইলস দেওয়ার কথা বলে যশোর মেসার্স টাইলস কর্ণার নীলগঞ্জ প্রতিষ্ঠান থেকে দুই দফায় সাড়ে ৯লাখ টাকা আত্মসাতের অভিযোগে জাহিদুল ইসলাম খান নামে এক প্রতারকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতারক জাহিদুল ইসলাম খান ঢাকা ২৮২ ফয়দাবাদ, ফয়দাবাদ মাদ্রাসা দক্ষিণ খান স্থায়ী পটুয়াখালী জেলার দশমিনা থানার কাটাখালী গ্রামের আবুল হাসেম খানের ছেলে।
মামলাটি করেন, কোম্পানীর ম্যানেজার যুবেয়েন বিন হামিদ।
মামলায় বাদি বলেন গত ১৫ জানুয়ারী জাহিদুল ইসলাম খান কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে নিয়োগ পত্র গ্রহন করেন। তাকে কোম্পানী থেকে যশোর ও নড়াইল জেলার বিভিন্ন উপজেলার কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে টাইলস বিক্রয় করে আসছে। জাহিদুল ইসলাম খান বিক্রয় প্রতিনিধি হিসেবে টাইলস ক্রেতাদের নিকট হতে অগ্রীম টাকা গ্রহন করে পরে টাইলস সরবরাহ করে। গত ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬ টায় ক্রেতা যশোর নীলগঞ্জ মেসার্স টাইলস কর্ণারের মালিক নূর মোহাম্মদ এর কাছ থেকে তার প্রাইম ব্যাংক যশোর শাখার একাউন্টের একটি চেক এর অনুকুলে ৪ লাখ ২৮ হাজার ৮শ’ টাকা গ্রহন করে। ২৩ ফেব্রুয়ারী জাহিদুল ইসলাম খান উক্ত ব্যাংক হতে ক্যাশ করে। পরে ২৪ ফেব্রুয়ারী বেলা আড়াইটার সময় ক্রেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ বারে নগদ ৫৩ হাজার ৬শ’ এবং ৪লাখ ৬৩ হাজার ৩শ’ ৭৫ টাকা গ্রহন করে। এভাবে জাহিদুল ইসলাম খান মোট ৯লাখ ৪৫ হাজার ৭শ’ ৭৫ টাকা মেসার্স টাইলস কর্ণার থেকে টাকা গ্রহন করে। উক্ত টাকা কোম্পানীতে জমা না দিয়ে আত্মসাত করে। পরে জাহিদুল ইসলাম খান তার মোবাইল ফোন বন্ধ করে আত্ম গোপন করে।