যশোর প্রতিনিধি
জমি জায়গা নিয়ে বিরোধের মধ্যে জমিতে মাটিতে ফেলার সময় বাধা দেওয়ায় প্রতিবেশী সন্ত্রাসীরা রাজা (২০) নামে এক যুবককে অর্তকিতভাবে হামলা চালিয়ে জখমের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আহত যুবকের পিতা যশোর সদর উপজেলার উত্তর ললিতাদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ^াসের ছেলে আব্দুল কাদের বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী রাতে মামলাটি করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করেছেন। এরা হচ্ছে,সদর উপজেলার দক্ষিণ ললিতাদাহ গ্রামের ম ৃত মন্টা মুন্সির ছেলে হাফিজুর রহমান,আমিনুর ইসলামের ছেলে পলাশ,মৃত মন্টা মুন্সির ছেলে আমিনুর ইসলাম, হাফিজুরের ছেলে তপু, মৃত মন্টা মুন্সির ছেলে রফিকুল ইসলাম,মোমিনুরের ছেলে মিল্টন ও মিঠুন ও আজিজুর রহমানের ছেলে তমাল হোসেনসহ অজ্ঞাতনামা ৪/৫জন।
বাদী মামলায় উল্লেখ করেন, জমি জায়গা সংক্রান্তে বিরোধের জের ধরে উল্লেখিত আসামীরা দীর্ঘদিন যাবত বাদিসহ তার পরিবারের লোকজনদের মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল। জমির বিরোধের বিষয়টি মিমাংসা না করে জোর পূর্বক জমিতে মাটি ফেলার সময় বাদির ছেলে রাজা বাধা নিষেধ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র শস্ত্রে গত ১৬ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় সদর উপজেলার সাতমাইল কলোনীর চৌরাস্তা মোড়ে উল্লেখিত আসামীরা এসে হাফিজুর রহমানের হুকুমে সকল আসামীরা বাদির ছেলে রাজার উপর অর্তকিতভাবে হামলা চালিয়ে জখম করে। রাজার পকেটে থাকা সিমেন্ট কেনার নগদ ৩০ হাজার ৫শ’ টাকা তপু প্যান্টের পকেট থেকে কেড়ে নেয়। রাজার ডাক চিৎকারে বাদিসহ তার পরিবারের লোকজন এগিয়ে গেলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। রাজাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।