যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা,নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্প ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ও তিনশ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় কোতয়ালি মডে থানায় সোমবার মামলা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার রুপদিয়া গামের মৃত জোনাব আলী মোল্যার ছেলে শফিকুল ইসলাম,শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের সামনে টিকিট মাষ্টার ছনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রশিদের ছেলে নাসির উদ্দিন ও কেশবপুর উপজেলার আলতাপুর সরদার পাড়ার বর্তমানে যশোর শহরের খড়কী বামনপাড়া,খলিলের বাড়ির ভাড়াটিয়া,শুশুর আরিফুলের জামাতা ও আলী আকবারের ছেলে ইয়াছিন আরাফাত।
পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা জানান, সোমবার রাত সাড়ে ৯ টায় খড়কী পীরবাড়ি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর ইয়াছিন আরাফাতকে ২শ’ গ্রাম গাঁজা,সোমবার রাত সাড়ে ৯ টায় কোতয়ালি মডেল থানা পুলিশ শহরের চাঁচড়া রায়পাড়াস্থ সাহা ক্লিনিক এর সামনে থেকে নাসির উদ্দিনকে ২০পিস ইয়াবাসহ ও নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সোমবার ১৪ ফেব্রুয়ারী বিকেল পৌনে ৬ টায় সদর উপজেলার চাউলিয়া গ্রামের জনৈক ইউনুছ আলী এর বসত বাড়ির সামনে থেকে শফিকুল ইসলামকে ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। মাদকসহ গ্রেফতারের ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গরবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#