যশোর প্রতিনিধি
চাঁদাবাজি মারপিট ও ভাংচুরের অভিযোগে তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অভয়গর প্রেমবাগের এক ব্যবসায়ী। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদকন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো প্রেমবাগের মৃত মোশারফ মীনার ছেলে নাছির উদ্দীন মীনা ও আজিম উদ্দীন মীনা এবং মৃত সামছুর মীনার ছেলে মশিয়ার মীনা।
মামলার অভিযোগে জানা গেছে, প্রেমবাগের আব্দুস সালাম লিটনের প্রেমবাগ স্কুল বাজারে এসডি ট্রেডার্স ও এসডি স্টোর নামে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত বেশ কিছুদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ১ ফেব্রুয়ারি রাতে আসামিরা এসডি স্টোরে যেয়ে চাঁদার ২ লাখ টাকা দাবি খুন-জখমের হুমকি দেয়। ১০ ফেব্রুয়ারি সকালে আসামিরা ব্যবসা প্রতিষ্ঠানে যেয়ে চাঁদার চাঁদার টাকা না পেয়ে মারপিট করে ক্যাশে থাকা ৬৩ হাজার টাকা ও দোকানের মালামাল ভাংচুর করে ৮ হাজার টাকার ক্ষতি করে। স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেন। #