যশোর প্রতিনিধি
জনমনে আতংক সৃষ্টির উদ্দেশ্যে খেলনা শর্টগান ও অবিস্ফোরিত ৪টি হাত বোমাসহ দুই সন্ত্রাসী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কোতয়ালি মডেল থানার এসআই আ ফ ম মনিরুজ্জামানসহ একদল পুলিশ ১২ ফেব্রুয়ারী গভীর রাত পৌনে ৩ টার পর সদর উপজেলার নূরপুর গ্রামের কামরুল ইসলাম এর দ্বিতীয়তলা বসত বাড়ির দ্বিতীয় তলার গরুর খামারের অফিক কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার খয়েরতলা নুরপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে খায়রুল ইসলাম ও তুলানুরপুর গ্রামের মৃত সিদ্দিক হোসেনের ছেলে মারুফ হাসান দিপু।
কোতয়ালি মডেল থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান বলেন, গত ১২ ফেব্রুয়ারী রাতে মোবাইল -১৩ ডিউটিতে খয়েরতলা বাজারে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার নূরপুর গ্রামের কামরুল ইসলামের বাড়ির দ্বিতীয়তলা গরুর খামারের অফিস কক্ষের মধ্যে দুইজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার পর ওই খামারের অফিস কক্ষে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা উল্লেখিত আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খায়রুল ইসলামের মাজায় গোজা অবস্থায় প্লাস্টিকের তৈরী খেলা শর্টগান মারুফ হাসান দিপুর হাতে থাকা ব্যাগের মধ্যে ৪টি জর্দ্দার কৌটা হাত বোমা উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় এনে মামলা দেন। ১৩ ফেব্রুয়ারী রোববার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।#