যশোরে সৎ মায়ের সহায়তায় পিতা কর্তৃক শিশু ধর্ষনের অভিযোগে ফুফু’র মামলা

যশোর প্রতিনিধি
এবার সৎ মায়ের সহযোগীতায় পিতা কর্তৃক তার শিশু মেয়ে (১১) ধর্ষনের অভিযোগে  শিশুটির ফুফু কর্তৃক যশোর কোতয়ালি মডেল থানায় শুক্রবার ১১ ফেব্রুয়ারী দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে, যশোর সদর উপজেলার সীতারামপুর মধ্যপাড়া বালির গর্তের পাশের্^ মাজেদ সরদারের ছেলে আমিনুর ইসলাম বাবু ও তার দ্বিতীয় স্ত্রী পলি বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি মডেল থানার এসআই হারুন অর রশিদ শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্নর পর শুক্রবার আদালতে ২২ ধারা মতে জবান বন্দি রেকর্ডের জন্য পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে।
শিশুটির ফুফু মামলায় উল্লেখ করেন, আসামী আমিনুর ইসলাম বাবু তার আপন ভাই। পলি বেগম তার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। শিশুটি আমিনুর ইসলাম বাবুর ঔরষে মেয়ে। শিশুটির মায়ের সাথে বাবুর বনিবনা না হওয়ায় বাবুকে ডিভোর্স দিয়ে শিশুটির  গর্ভধারিনী মা শিশুটিকে তার পিতার কাছে রেখে চলে যায়। শিশুটি তার পিতা ও সৎ মায়ের সাথে থাকে। গত ১ মাস পূর্ব হতে বাবু ধারালো ভুজালির ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। ঘটনা কাউকে জানালে হত্যার হুমকী দেয় শিশুটির পিতা। বৃহস্পতিবার বুধবার ৯ ফেব্রুয়ারী রাত  ৮ টায়  শিশুটির ঘরে তার পিতা আমিনুর ইসলাম বাবু প্রবেশ করে হাতে  ধারালো ভুজালির ভয়ভীতি দেখিয়ে এবং তার মুখের উপর বালিশ চাপা দিয়ে খুন করার হুমকী দিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষন করে। শিশুটির সৎ মা পলি  তার স্বামীকে সহায়তা করে থাকে। ধর্ষনের পর শিশুটির ডাক চিৎকারে  আশ পাশের লোকজন আসলে বাবু ও পলি কৌশলে পালিয়ে যায়। শিশুটির ফুফু ঘটনার বিষয়টি জানতে পেরে  ঘটনাস্থলে এসে শিশুটিকে তার ফুফু জানতে চাইলে সে বিস্তারিত জানায়। পরে স্থানীয় লোকজনকে জানিয়ে কোন সুফল না পেয়ে  কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন