যশোরে করোনায় ও উপসর্গে দুই জনের মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোরে করোনার গত ২৪ ঘন্টায় ৪শ ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১শ ৯৪ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া একজনের মৃত্যু হয়েছে। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছে এক জন। করোনা শনাক্ত হার প্রায় ৪৪ শতাংশে দাঁড়িয়েছে।
এ নিয়ে যশোরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪শ ৪৮ জন। সুস্থ্য হযেছেন ২১ হাজার ৪শ ৩৪ জন। মত্যুবরণ করেছেন ৫ শ ১৮ জন। হাসপাতালে ১২ জন এবং আইসোরেশনে ১২ শ ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডাক্তারের জানিয়েছেন গত ২৪ ঘন্টায ৪ শ ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১শ ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছে একজন আর উপসর্গ নিয়ে মারা গেছে একজন। হাসপাতালে ভর্তি আছে ১২ জন। আইসোরেশনে ১২ শ ৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন। করো নাই মারা গেছে মোট ৫শ ১৮ জন।
এর ভীতর সদর উপজেলায় ১শ ৫৯ জন, অভয়নগর উপজেলায় ১ জন চৌগাছা উপজেলায় ৭ জন ঝিকরগাছা উপজেলায় ২৬ জন কেশবপুর উপজেলা ৫ জন মণিরামপুর উপজেলায় ২ জন উপজেলা শার্শা উপজেলায় ৪ জন করে করনে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত যশোরে ২৩ হাজার ৪শ ৪৮ জন, সুস্থ হয়েছে ২১ হাজার ৪শ ৩৪ জন। নোট মৃত্যুবরণ করেছে ৫ শ ১৮ জন।