যশোর কোতয়ালি মডেল থানার কাছ থেকে মোটর সাইকেল চুরি  তিনদিন পর মামলা

মশোর প্রতিনিধি
পুলিশের নিষ্ক্রীয়তার সুযোগে কোতয়ালি মডেল থানার  মাত্র কয়েকগজ অদূরে এমকে রোডস্থ উত্তরা ব্যাংকের সামনে থেকে এক ব্যক্তির বাজাজ ডিসকভারী মোটর সাইকেল চুরি হয়েছে। চুরির তিনপর কোতয়ালি মডেল থানা পুলিশ চুরির অভিযোগ গ্রহন করেছে।
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ইলিয়াস হোসেনের ছেলে কাওছার হামিদ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বাদি অরবিট ইন্টারনেট কোম্পানী লিঃ যশোরে চাকুরী করেন। শহরের এমকে রোডস্থ উত্তরা ব্যাংকের তৃতীয়তলা বাদির অফিস আছে। গত ১৮ জানুয়ারী রাত ৯ টায় বাদি তার ব্যবহৃত বাজাজ ডিসকভারী-১৩৫ সিসি যার নাম্বার (যশোর ল-১১-১৬১৫) মূল্য দেড়লাখ টাকা ঘাড়ে লক তালা দিয়ে তৃতীয়তলায় অফিসে যাই। ৪০ মিনিট পরে অফিস থেকে নীচে নেমে দেখেন মোটর সাইকেলটি নেই। কোতয়ালি মডেল থানায় চুরির বিষয়টি জানায়। থানা পুলিশ মোটর সাইকেল চুরির বিষয় প্রাথমিক তদন্ত পূর্বক ২১ জানুয়ারী রাত ৯ টা বেজে ১০ মিনিটে মামলা রেকর্ড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরি  যাওয়া মোটর সাইকেল উদ্ধার কিংবা চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি