যশোরে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে তিন জনের নামে মামলা

যশোর প্রতিনিধি
যশোরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে দুই সহোদরসহ তিনজনের নামে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আসামিরা হচ্ছে, যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের হাবুল্লাহ গ্রামের খন্দকার আলী হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২২) ও শাকিল হোসেন (২৪) এবং মৃত খন্দকার মকবুল হোসেনের ছেলে টগর খন্দকার।
অপহৃতা ছাত্রীর পিতা মামলায় উল্লেখ করেন, তার মেয়ে (১৭) চলতি বছরে দাখিল পরীক্ষা দিয়ে বাড়িতে থাকেন। আসামিদের মধ্যে মিরাজুল ইসলাম প্রায় সময় তাদের বাড়ির আশেপাশে এসে কিশোরীকে উদ্দেশ্যে করে আজেবাজে কথা বলতো। মাদ্রাসায় যাতায়াতের পথে উত্যক্ত করতো। তার মেয়ে তাকে নিষেধ করলে মিরাজ কর্ণপাত করতো না। তিনি বিষয়টি জানতে পেরে মিরাজসহ অন্য দুইজনকে নালিশ করেন। কিন্তু অপর দুই আসামিও কোন কর্ণপাত করেনি। বরং উষ্কে দিতো। গত ৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বাদির মেয়ে যশোর শহরের বকচর হুশতলার ভাড়াবাড়ি থেকে প্রয়োজনীয় কাজের জন্য বের হয়। চক্ষু হাসপাতালের সামনে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা আসামিরা পেছন থেকে বাদির কিশোরী মেয়েকে জাপটে ধরে। এ সময় তার মেয়ে চিৎকার দিলে তাকে দ্রুত মাইক্রোবাসে উঠায়। আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা মাইক্রোবাস যোগে দ্রুত মুড়লীর দিকে চলে যায়। এ ঘটনায় বাদি থানায় অভিযোগ দেন।#