যশোরে সন্ত্রাসী রমজানের দখল থেকে অস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় মামলা

যশোর প্রতিনিধি
যশোরে ২৫ মামলার আসামি শহরের রেলগেট কলাবাগানের রমজানুল ইসলাম ওরফে রমজানকে আটকের পর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রমজান শহরের খড়কীর ফায়েক আহমেদের ছেলে। বৃহস্পতিবার ২০ জানুয়ারী দুপুরে রমজানকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। পরে বেলা আড়াইটায় শহরের চাঁচড়া রায়পাড়ার প্রাণী রোগ অনুসন্ধান গবেষনাগারের ৩য় তলা অফিস ঘরের পেছনে মাটির নিচ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ  তাজুল ইসলাম জানান, রমজানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই নাশকতাসহ ২৫ মামলা রয়েছে । গত ১৮ জানুয়ারি গভীর রাতে তাকে আটকে অভিযান পরিচালিত হয়। থানার এসআই সেকেন্দার আবু জাফর, এসআই শংকর কুমার, এএসআই আল মিরাজ অভিযান চালিয়ে রমজানকে আটক করে । জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র রাখার কথা স্বীকরার পর পুলিশ অভিযানে নামে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত রমজান আলীকে আদালতে সোপর্দ করেছে।