যশোর প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বুধবার ভোর রাতে যশোর চাঁচড়া বিএডিসি অফিসের সামনে থেকে একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ১৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় মাইক্রোবাসের চালকসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মৃত নূরুল মোল্লার ছেলে ইদ্রিস আলী ও একই উপজেলার তুলশীডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল হাসান বাবু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে,বুধবার দিবাগত গভীর রাতে র্যাবের একটি চৌকসদল গোপন সূত্রে খবর পান বেনাপোল থেকে একটি মাইক্রোবাস নোহা যোগে বেনাপোল থেকে দু’জন ব্যক্তি ফেনসিডিল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে যশোরের দিকে আসছে।ওই সংবাদের ভিত্তিতে র্যাবের টহলদল ভোর রাত পৌনে ৪ টায় যশোর ৯ নং চাঁচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁচড়া চেকপোষ্ট এলাকার বেনাপোল টু যশোর হাইওয়ে রাস্তার বিএডিসি অফিসের সামনে বেনাপোল থেকে নোহা মাইক্রোবাস যোগে আসছে। খবরের ভিত্তিতে র্যাবের চৌকসদল সেখানে চেকপোষ্ট তৈরী করে। নোহা মাইক্রোবাসের চালক ৩ টা ৫৫ মিনিটে মাইক্রোবাসসহ দু’জন ব্যক্তিকে চেকপোষ্টের নিকট আসলে চেক করার উদ্দেশ্যে র্যাবের টহলদল এগিয়ে গেলে মাইক্রোবাস নিয়ে তারা পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ডিবি পুলিশ মাইক্রোবাসসহ দু’জনকে গ্রেফতার করে। তাদের দখল হতে ১শ’ ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করেন