যশোর অফিস
যশোরে সুদে টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় দু’ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে সুদে কারবারিরা। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের বেনেয়ালী গ্রামের মৃত আনসার মন্ডলের ছেলে আলীম (৪৫) ও হাবিলের ছেলে টুলু (৪৫)।
আহত আলীম জানান, তিনি ব্যক্তিগত দরকারে এক বছর আগে একই গ্রামের শাহিনুর রহমানের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে নেন। ইতিমধ্যে তিনি এক লাখ টাকা পরিশোধ করেছেন। তারপরও শাহিনুর রহমান তার কাছে আরও ৫০ হাজার টাকা দাবি করে। ওই ৫০ হাজার টাকা পরিশোধের জন্যে আলীম ১৫ দিনের সময় দাবি করে। কিন্তু শাহিনুর রহমান আর সময় দিতে অস্বীকার করে। এতে তাদের দু’জনের মধ্যে বিরোধ হয়।শনিবার সকাল সকাল নয় টার দিকে শাহিনুরের নের্তৃত্বে সাত-আট জন আলীমের বাড়িতে হামলা করে তাকে মারপিট করে। এ সময় প্রতিবেশি টুলু বাঁধাদিতে এলে হামলাকারীরা তাদের কেউ পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।