যশোর অফিস
যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রামে আলমগীর হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে মারপিট করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তিনি ওই গ্রামের শাহাজান মোড়লের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ছোট ভাই খালিদ হাসান তুহিন জানান, তার বড় ভাই বেনাপোল বোয়ালিয়া বাজারে ধান-চাউলের ব্যবসা করেন। শুক্রবার রাত আট টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন।পথিমধ্যে বোয়ালিয়া-ধান্যখোলা গ্রামের মাঠের মধ্যে আসলে দুর্বৃত্তরা বাশের ব্যরিকেট দিয়ে তাকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত আলমগীর হোসেনের অভিযোগ, তিনি ব্যবসা প্রতিষ্ঠানের দুই লাখ ৫৭ হাজার ছয়শ’ ৩৫ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে টাকা ছিনিয়ে নিয়েছে।#