যশোর প্রতিনিধি
যশোর শহরতলীর উপশহর পুলিশ ক্যাম্পের অদূরে খাজুরা বাসস্ট্যান্ড নিউমার্কেট জাকের পার্টির মার্কেটে একটি খাবার হোটেলে চুরির ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। যশোর সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রামের সলেমান বিশ^াসের ছেলে মিটুল হাসান বাদি হয়ে সোমবার ২৭ ডিসেম্বর অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন।
মামলায় উল্লেখ করেন, প্রতিদিন সকাল সাড়ে ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত হোটেল পরিচালনা করেন। রাতে হোটেলের কার্যক্রম শেষ করে বাড়ি চলে যায়। হোটেলের রান্না করা খাবার ভ্যানে করে হোটেলে আনা হয়। সোমবারও ২৭ ডিসেম্বর প্রতিদিনের মতো রাত সাড়ে ১২ টায় হোটেলের কার্যক্রম শেষ করে ক্যাশে বেচাকেনার নগদ ৩০ হাজার টাকা রেখে হোটেলের সামনে ভানে তালাবদ্ধ করে মিটুলসহ অন্যান্য কর্মচারিরা যে যার মতো বের হয়ে যান। সকালে হোটেলে এসে মিটুল দেখে হোটেলের সামনে তালাবদ্ধ করে রাখা রিকশা-ভ্যান ও ক্যাশের ড্রয়ারে ৩০ হাজার টাকা নেই। তৎক্ষনিক ভাবে আশে পাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারে না। ধারনা করা হচ্ছে ২৭ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ১২ টা থেকে রাত সোয়া ২ টার মধ্যে কোন এক সময় অজ্ঞাতনামা চোরেরা সুকৌশলে হোটেলের ক্যাশের ড্রয়ারে রক্ষিত টাকা ও হোটেলের সামনে তালা মেরে রাখা ভ্যানটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক কর্মচারীদের জানিয়ে থানায় মামলা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া টাকা ও ভ্যান উদ্ধার করতে পারেনি। গ্রেফতার করতে পারেনি চুরির সাথে জড়িতদের। অথচ উপশহর পুলিশ ক্যাম্প হোটেল থেকে মাত্র কয়েকশ’ গজ অদূরে