যশোরে গভীর রাতে পুলিশের ঝঁটিকা অভিযান বিএনপি’র দশ নেতাকর্মী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্তা এবং সদস্যরা বুধবার দিবাগত গভীর রাতে শহরের রেলগেট এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিরোধী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১০ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক বাইলেন এলাকার নুরুন্নবী ও জাহানারা বেগমের ছেলে খুরশীদ আলম বাবু, একই এলাকার বাসিন্দা তোফাজ্জেল হোসেন ও হাসিনা বেগমের ছেলে (নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য) জাহিদুর রহমান তোতন,শংকরপুর গোলপাতা মসজিদের সামনে ইনছার আলী মল্লিক ও হাসিনা বানুর ছেলে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, শংকরপুর ইসহাক সড়ক বাইলেন মৃত তকোব্বর শেখ ও হাসিনা খাতুনের ছেলে নগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শেখ মতিয়ার রহমান, নরেন্দ্রপুর পোষ্ট অফিস পাড়ার নুরুল ইসলাম গাজী ও আয়েশা খাতুনের ছেলে ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নরেন্দ্রপুর মিস্ত্রি পাড়ার মৃত আলাউদ্দীন ও মৃত জাহানারা বেগমের ছেলে (১৪নং নরেন্দ্রপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র সদস্য মফিজুর রহমান, সদর উপজেলার গাইদগাছী মধ্যপাড়ার মৃত মজিবর ব্যাপারী ও জাহানারা বেগমের ছেলে (১৫নং বসুন্দিয়া ইউপির ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর মোহাম্মদ, সদুল্যাপুর খানপাড়ার মৃত আজিজুল ইসলাম খান ও ফিরোজা বেগমের ছেলে (সদর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ফিরোজ খান,সদর উপজেলার জগন্নাথপুর বিশ^াসপাড়ার আব্দুল হাই বিশ^াস ও রেবেকা বেগমের ছেলে (১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও উপশহর বি ব্লক বাসা নং ১১৫ মৃত আনছার আলী ও জামিলা বেগমের ছেলে (উপশহর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক) আলী কদর। বুধবার দিবাগত গভীর রাতে এদেরকে বাড়ি হতে পুলিশ গ্রেফতার করে। এদেরকে গত মার্চ মাসে সরকারীকাজে বাধা প্রদান মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে। আদালতের বিজ্ঞ বিচারক চারজনের জামিন মঞ্জুর করেন বাকী ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।#