যশোর প্রতিনিধি
যশোর শহরের পূর্ববারায়্যন্দী খেজুর বাগান এলাকার গৃহবধূ জহুরা আক্তারকে আত্মহত্যার প্ররোচনার ঘটনায় স্বামী-শাশুড়ীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার জহুরা আক্তারের মা গোপালগঞ্জ কাশিয়ানির ধানখোঁড়া গ্রামের রূপালী বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো যশোর শহরের পূর্ববারান্দী খেজুরবাগান এলাকার বাসিন্দা শামীম ও তার মা লিপি।
মামলার বিবারনে জানা গেছে, দেড় বছর আগে পারিবারিক ভাবে জহুরা খাতুনকে বিয়ে করে আসামি শামীম। বিয়ের কিছুদিন যেতে না যেতে আসামিরা ২ লাখ টাকা যৌতুক দবি করে জহুরার উপর নির্যাতন শুরু করে। বিষয়টি জনতে পেরে জহুরাকে বাড়িতে নিয়ে যাওয়ায় হয়। পারিবারিক ভাবে শালিস করে জহুরাকে তার স্বামীর বাড়ির লোকজন নিয়ে যায়। গত ১২ নভেম্বর আসামিরা যৌতুকের দাবিতে আবারও মারপিট করে জহুরাকে। এ সময় তারা যৌতুকের টাকা এনে দিতে না পারলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে বলে। এতে ক্ষুদ্ধ হয়ে জহুর তার ব্যবহৃত ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে যশোর পরে খুলনা মেডিকেলে নেয়া হলে জহুরা মারা যায়। এ ঘটনায় আত্মহত্যার প্রোরোচনার অভিযোগে মামলা করেছেন জহুরা খাতুনের মা।