যশোরে পুলিশের আলাদা অভিযান মাদকদ্রব্যসহ পাঁজ বিক্রেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
যশোর পুলিশ আলাদা অভিযান চালিয়ে গত ১৫ ঘন্টা ব্যবধানে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,  শহরের আরএনরোডস্থ মসজিদ গলির পাশে মৃত ওহাব আলীর ছেলে শরিফুল ইসলাম, বিরামপুর গুলশান মোড়স্থ ভৈরব নদের পাশে মৃত আলী হোসেন হাওলাদারের ছেলে শাহাবুদ্দিন,শহরের চাঁচড়া রায়পাড়া  ইসমাইল কলোনীর আনারুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবুল মিয়া খলিফার স্ত্রী বেগম ওরফে মর্জিনা,বেনাপোল পোর্ট থানাস্থ  কাগজপুকুর দক্ষিণপাড়ার মৃত জাবেদ আলীর ছেলে মিজানুর রহমান, একই থানার গয়ড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে ফজর আলী
কোতয়ালি থানার এসআই তুহিন বাওয়ালি জানিয়েছেন, গত শনিবার বেলা ১২টার দিকে শহরের পালবাড়ি এলজিইডি ভবনের বিপরীতে ইব্রাহিমের বাড়ির ভাড়াটিয়া শরিফুল ইসলামকে (২৬) আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে দীর্ঘদিন ইব্রাহিম হোসেনের বাড়িতে ভাড়া থেকে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করে আসছিল।
উপশহর পুলিশ ক্যাম্পের পুলিশ জানিয়েছেন, গত শনিবার রাত পৌনে ১০টায় সদর উপজেলার বিরামপুর গুলশান মোড়ের ভৈরব নদের পাড় থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট শাহাবুদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, রোববার সকাল ১০টায় চাঁচড়া রায়পাড়া ইসমাইল কলোনীর মনিরুল ইসলামের ভাড়াবাড়িতে এক নারী মাদক বিক্রি করছে বলে সংবাদ আসে। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে বেবী বেগম ওরফে মর্জিনা (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে আড়াইশ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা থানার মোড়ের চেকপোস্টে একটি ইজিবাইকে করে দুইজন গাঁজা নিয়ে যাচ্ছিল। ইজিবাইক তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই সময় মিজানুর রহমান ও ফজর আলী কে গ্রেফতার করে।  মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আলাদা মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।