যশোরে হামলা মারপিটের অভিযোগে জামাইসহ চারজনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি
জামাইয়ের দ্বিতীয় বিয়ের খবর শুনে মেয়ে ও শিশু বাচ্চাকে নিয়ে জামাইয়ের বাড়িতে গেলে শিশু বাচ্চাকে কেড়ে নিয়ে আছাড় মেরে আহত ও হুমকীর ঘটনায় জামাইসহ একই পরিবারের ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার রামনগর (পিকনিক কর্ণার ) গ্রামে। আসামীরা হচ্ছে, রামনগর (পিকনিক কর্ণার) রাজারহাট গ্রামের সিদ্দিক খানের ছেলে ফরহাদ হোসেন, ফিরোজ হোসেন,তানিয়া খাতুন ও মমতাজ বেগম।
যশোর সদর উপজেলার রামনগর (মুড়োলী ব্রাক অফিস) রাজারহাট এলাকার মৃত নাছির উদ্দীন খানের স্ত্রী আসমা খাতুন বাদি হয়ে শুক্রবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় উল্লেখ করেন, ফরহাদ হোসেন বাদির জামাই। ফিরোজ হোসেন বাদির মেয়ের ভাসুর, তানিয়া খাতুন ও মমতাজ বেগম বাদির মেয়ের ননদ। বাদির মেয়েকে দীর্ঘদিন তার জামাই ফরহাদ হোসেন তাড়িয়ে দেয়। বাদির মেয়ে বাদির বাড়িতে অবস্থান করে। এই সুযোগে ফরহাদ হোসেন দ্বিতীয় বিয়ে করে। এই খবর পেয়ে বাদি তার মেয়ে রাবেয়া খাতুনকে সাথে শিশু বাচ্চা নিয়ে ফরহাদে হোসেনকে গত ৩০ নভেম্বর বিকেল ৫ টায় উপস্থিত হন। আসামীদের বাড়িতে দেখতে পেয়ে আসামীরা রাবেয়ার শিশু বাচ্চা আরাপকে হত্যার উদ্দেশ্যে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায় কেড়ে নিয়ে আছাড় মারে। জামাই শ^াশুরীকে মারপিট করে করে আহত করে। আহত অবস্থায় বাদি ও তার মেয়েকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ মামলা না নেওয়ায় আদালতে অভিযোগ দায়ের করেন বাদি। আদালতের নির্দেশে কোতয়ালি মডেল থানায় মামলা হিসেবে নথিভূক্ত করেন।#