যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলার বুদোপুর গ্রাম থেকে আলামিন নামে মাগুরার শালিখা উপজেলার এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর দেড়টার দিকে বুদোপুর গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত আলামিন মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন জানান, আলামিন পেশায় একজন ইজিবাইক চালক। তিনি গত ৮ ডিসেম্বর শালিখা থেকে ভাড়া নিয়ে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে স্থানীয়দের দেয়া তথ্য মতে বুদোপুর গ্রামের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে শ^াসরোধে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দিলে তা গ্রহণ করে তদন্ত শুরু করা হবে।