যশোরে কিশোর গ্যাংয়ের নয়  সক্রিয় সদস্য নয়টি চাকুসহ গ্রেফতার

যশোর প্রতিনিধি
কোতয়ালী থানা পুলিশ শহরের খড়কী এলাকাস্থ জিলা স্কুল ও সার্কিট হাউজ এলাকা থেকে কিশোর গ্যাং চক্রের ৯ সদস্যকে ধারালো চাকুসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের বেজপাড়া আনছার ক্যাম্পের পাশে জনৈক মোল্যা জাহিদের বাড়ির ভাড়াটিয়া তাজুল ইসলামের শিশু ছেলে শোইয়াব ইসলাম,সদর উপজেলার মুড়লী মহসীন স্কুলের পাশে রাজু শেখ এর শিশু ছেলে ইয়াছিন আরাফাত,সদর উপজেলার রঘুরামপুর মসজিদের পাশে রবিউল ইসলামের ছেলে নাঈম হাওলাদার,সদর উপজেলার ঘুরুলিয়া সরকারী আবাসন,বর্তমানে এফ ব্লক বাসা নং ৯৮ এর মিজানুর রহমানের ছেলে বিপ্লব হোসেন, সদর উপজেলার শেখহাটি সরদারপাড়া কালিতলার পাশে সেলিম শেখ এর ছেলে মিরাজ হোসেন,বড় ভেকুটিয়া গ্রামের রাজ্জাক হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে তপু,নওদাগ্রাম বিশ্বাস বাড়ির মোড়ের কামরুল হাসানের ছেলে ইব্রাহিম হাসান ও বড় ভেকুটিয়া শওকত সরদারের ছেলে রাসেল ও মুড়লী খাঁ পাড়া নাজনীন চেয়ারম্যানের বাড়ির পাশে বর্তমানে মুড়লী স্কুল পাড়া জনৈক দীপ (ভেটোনারী) পশু ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া মাসুদ শেখ এর ছেলে ইমদাদুল শেখ।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, এসআই কামাল হোসেন গোপন সূত্রে খবর পান শহরের খড়কী এলাকায় অবস্থিত জিলা স্কুল ও সার্কিট হাউজ এলাকার মধ্যবর্তী পাকা রাস্তার উপর কিছু উঠতি বয়ষের সংঘবদ্ধ যুবক এলাকায় তাদের আধিপত্য বিস্তার এবং আতংক সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত রাস্তার পাশে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দেয়। এর সত্যতা পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস টিম ও এসআই কামাল হোসেন বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রাতে জিলা স্কুল এবং সার্কিট হাউজ এলাকায় অবস্থা নিয়ে উক্ত চক্রের ওই ৯ সন্ত্রাসীকে গ্রেফতার করে। তাদের দখল হতে ৯টি ধারালো চাকু উদ্ধার করে। পুলিশের হাতে ৯ কিশোর গ্রেফতার হওয়ার পর তাদের মধ্যে থেকে শিশু শোইয়াব ইসলাম এর হাতে একটি খোলা চাকু উদ্ধার করে পরবর্তীতে অন্যদের জিজ্ঞাসা করলে তারা প্রত্যেকে নিজেদের পরনের প্যান্টের পকেট থেকে দেশী অস্ত্র চাকু বের করে দেয়। এ সময় ওই চক্রের আরো আনুমানিক ৭/৮ জন দৌড়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের অভিযান চলছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে