বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বুধবার বিকেলে শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিতে অভিযান চালিয়ে এক গৃহবধূ এ ব্যক্তিকে আড়াইশ’ গ্রাম গাঁজা ও ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টির ছোরাপ হোসেন ছোটর স্ত্রী মোছাঃ শিলি বেগম ও রেলগেট পশ্চিমপাড়া (জুলির বাড়ির ভাড়াটিয়া মৃত রহমান গাজী ও মৃত গোলেজান বেগমের ছেলে মুন্না গাজী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই সোলায়মান আক্কাস,এএসআই আশরাফুল ইসলাম, ইমদাদুল হকসহ একটি চৌকস টিম বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শিলি বেগমের বাড়ির সামনে পাকা গলি রাস্তার উপর হতে চিহ্নিত মাদক বিক্রেতা শিলি বেগম ও মুন্না গাজীকে গ্রেফতার করে। এ সময় তাদের দখল হতে উক্ত মাদকদ্রব্য উদ্ধার করে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করে।#