যশোর প্রতিনিধি
যশোরে আট উপজেলায় তিন লাখ ৩১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩৭ হাজার ৭৯০ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৯৯ জন।
শনিবার (১১ ডিসেম্বর) এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। যশোর শিশু হাসপাতালের সামনে থেকে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর এই ক্যাম্পেইন উপলক্ষে সংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালায় সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য জানান। তিনি জানান, আট উপজেলায় ৯২ টি ইউনিয়নে ২৮২ কেন্দ্র থেকে ক্যাপসুল খাওয়ানো হবে।
সেই সাথে পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্র থাকবে। সরকারিভাবে ১ হাজার ও বেসরকারি পর্যায়ে ৪ হাজার কর্মী কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করবেন।