যশোর প্রতিনিধি
এইচএসসি পরীক্ষায় ৮ ডিসেম্বর বুধবার সকালে যশোর শিক্ষাবোর্ডের অধীনে রসায়ন (তত্ত্বীয়) ১ম (১৭৬) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, রসায়ন (তত্ত্বীয়) ১ম (১৭৬) পরীক্ষায় ১৯ হাজার ৩শ’ ২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৮ হাজার ৯শ’ ৯৩জন। অনুপস্থিত ছিলেন ৩শ’ ৯জন। বিকালে শিশু বিকাশ ১ম (২৯৮) , উচ্চঙ্গ সংগীত (তত্ত্বীয়) ১ম (২১৮) পত্র পরীক্ষা থাকলেও একজনও পরীক্ষার্থী না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।#