যশোর প্রতিনিধি
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ৬ ডিসেম্বর সকালে পদার্থ বিজ্ঞান (তত্বীয়) ২য় (১৭৫) পত্রের পরীক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের অধীনে অনুষ্ঠিত হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষায় ১৯ হাজার ৩শ’ ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ২শ’ ২৭টি কেন্দ্রের মধ্যে ২শ’ ২৬টি কেন্দ্রে অংশগ্রহন করেন ১৯ হাজার ৩৫জন। অনুপস্থিত ছিলেন ৩শ’ ১৭জন। তিনি আরো জানান, বিকালে সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (খাদ্য ও পুষ্টি বিজ্ঞান) (১৯৪) খাদ্য ও পুষ্টি ২য় পত্র (২৮০) লঘু সঙ্গীত (তত্ত্বীয়) ২য় পত্র (২১৭) থাকলেও অত্র বোর্ডের অধীনে কোন পরীক্ষার্থী নেই বলে পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।#