বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া রাড়িপুকুর গ্রাম থেকে ২ কেজি গাঁজাসহ ওজিয়ার রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ওজিয়ার উপজেলার বাগুড়ি দক্ষিণপাড়ার মৃত আবেদ আলীর ছেলে।
বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর আলী জানিয়েছেন, গত শনিবার রাত ৮টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে বাগুড়ি থেকে কোটা গ্রামে যাওয়ার রাস্তার ওপর থেকে ওজিয়ার রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।#