বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) বিকালে শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (হাইব্রিড ও উফশী) প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।