যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৫৪ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।
গতকাল শুক্রবার ৩ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের ভাস্কর্য মোড়ে অভিযান চালিয়ে এই মোটরসাইকেল আটক করা হয়।
যশোর ট্রাফিক পুলিশের টিএসআই মাসুম আহমেদ বলেন, নিবন্ধন না থাকা, চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে এসব মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করা হয়েছে এবং চালকদের নামে মামলা দেয়া হয়েছে।
চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৫৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় সোপর্দ করেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।#