যশোর প্রতিনিধি: যশোরে নির্মানাধীন ভবনের ৬তলা থেকে পড়ে রানা (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে শহরতলীর পুলেরহাট এলাকার আব্দুল মালেকের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।রানার সহকর্মী ইমদাদুল হক জানিয়েছে, তারা দুইজন একসাথে পুলেরহাটে নির্মানাধীন আদ-দ্বীন চক্ষু হাসপাতালের ৬ তলায় কাজ করছিল। সকাল ৮টার দিকে রানা অসাবধানবশত পা পিছলে পড়ে যায়। তাকে দ্রুত যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ৯ টার সময় তার মৃত্যু ঘোষণা করেন। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।