যশোর প্রতিনিধি
যশোর-মাগুরা সড়কে বাহাদুরপুর মেহেগুনি তলায় বাসচাপায় শামীম হোসেন(১৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় নয়ন হোসেন(১৬) নামে এক মোটরসাইকেল আরোহী আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন যশোর শহরের পালবাড়ি এলাকায় মমিন হোসেনের ছেলে।
আহত নয়ন হোসেন একই এলাকার হাসান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শামীম হোসেন ও নয়ন হোসেন এরা দুইজন চাচাতো ভাই। আজ বারোটার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে নানা বাড়ী মোটরসাইকেল যোগে যাওয়ার পথে, যশোর মাগুরা সড়কের বাহাদুরপুর মেদিনী তলায় পৌঁছালে মাগুরা গামী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় শামীম হোসেন নিহত হয়। ও নয়ন হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা নিহত ও আহতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ও নয়ন হোসেন কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অজ্ঞাতনামা বাসটি আটকের চেষ্টা চলছে। প্লাস্টিক হাসপাতাল মর্গে রয়েছে।