যশোর প্রতিনিধি
আগামী ২৩ জানুয়ারি যশোর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তরুণ নেতৃত্ব সৃষ্টি, সংগঠন কে শক্তিশালী ও গতিশীল করার লক্ষে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মেলনটি সম্পন্ন হলে মেয়াদ উত্তীর্ণের ১৫ বছর পর কমিটি পাবে যশোর জেলা।
বুধবার যশোর জেলা যুবলীগের বর্ধিত সভায় এ ঘোষণা দেন প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। যশোর সিসিটিএস’র সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
এদিকে জানয়ারি মাসের মধ্যেই যশোরের সকল উপজেলা ও পৌর যুবলীগের ইউনিটগুলো গঠনেরও নির্দেশনা দেয়া হয় সভা থেকে। জেলা যুবলীগের নেতারা জানিয়েছেন, ২০০৩ সালের ১৯ জুলাই তিন বছরের জন্য যশোর জেলা যুবলীগের সম্মেলন হয়।
এতে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে সভাপতি ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুকে সাধারণ সম্পাদক করে জেলা যুবলীগের কমিটি হয়। ৫৩ সদস্যের এই কমিটির মেয়াদ ২০০৬ সালে শেষ হয়। এরপর পেরিয়ে গেছে ১৫ বছর