যশোর প্রতিনিধি
রোববার ২৮ নভেম্বর যশোরের তিন উপজেলার ৩৫ ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিতব্য নির্বাচনে বেসরকারি ভাবে ২১ ইউনিয়নে নৌকা, ৫ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী, ৮ ইউনিয়নে স্বতন্ত্র এবং ১ ইউনিয়নে ওয়ার্কাস পাটির মনোনিত প্রার্থী জয়ী হয়েছেন।
যশোরের শার্শা উপজেলা ১০ ইউনিয়নে বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন, ডিহি ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মুকুল, লক্ষণপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আনোয়ারা বেগম, বাহাদুরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফফার সরদার, গোগা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমান তবি, কায়বা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন, বাগআঁচড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক, উলাশী ইউনিয়নে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম, শার্শা ইউনিয়নে নৌকার প্রার্থী কবির উদ্দিন আহম্মদ তোতা ও নিজামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা বিপুল হোসেন। মণিরামপুর উজেলার ১৬ ইউনিয়ন পরিষদে বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন, রোহিতা ইউনিয়নে নৌকার প্রার্থী হাফিজ উদ্দিন, কাশিমনগর ইউনিয়নে নৌকার প্রার্থী তৌহিদুর রহমান, খেদাপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ, ঝাঁপা ইউনিয়নে নৌকার প্রার্থী শামছুল হক মন্টু, মশ্মিমনগর ইউনিয়নে নৌকার প্রার্থী আবুল হোসেন, দূর্বাডাঙ্গা ইউনিয়নে নৌকার প্রার্থী মাযহারুল আনোয়ার, কুলটিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী শেখর চন্দ্র রায়, নেহালপুর ইউনিয়নে নৌকার প্রার্থী ফারুক হুসাইন, ভোজগাতি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আয়ুব আলী গাজী, হরিদাসকাটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর হোসেন লিটন, চালুয়াহাটী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হামিদ সরদার, শ্যামুকড় ইউনিয়নে নৌকার প্রার্থী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, খানপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম, মণিরামপুর সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নিস্তার ফারুক ও মনোহরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আক্তার ফারুক মিন্টু।
বাঘারপাড়া উপজেলার ৯ ইউনিয়নে বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন, জোহরপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বাবলু কুমার সাহা, ধলগ্রাম ইউনিয়নে নৌকার প্রার্থী রবিউল ইসলাম রবি, দোহাকুলা ইউনিয়নে নৌকার প্রার্থী মোতালেব তরফদার, দরাজহাট ইউনিয়নে নৌকার প্রার্থী জাকির হোসেন, বাসুয়াড়ি ইউনিয়নে নৌকার প্রার্থী আমিনুর সরদার ও জামদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আরিফুল ইসলাম তিব্বত, বন্দলিয়া ইউনিয়নে ওয়ার্কাস পাটির প্রার্থী সব্দুল হোসেন ও রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মঞ্জুর রশিদ স্বপন। #