বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১২ পিস স্বর্নের বার (ওজন ১ কেজি ৪০২ গ্রাম) ও একটি মোটরসাইকেল সহ দুই চোরাকারবারি কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার
পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের মোক্তার আলীর ছেলে লিটন মিয়া (২৮) ও একই এলাকার আলী কদর মন্ডলের ছেলে শাহজাহান মন্ডল (৩২)।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, গোপন খবরে জানতে পেরে, পুটখালী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযান চালিয়ে ১২ পিস স্বর্নের বার (ওজন ১ কেজি ৪০২ গ্রাম) ও একটি মোটরসাইকেল সহ তাদেরকে আটক করে।
যার আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।
আটককৃত আসামীদেরকে স্বর্নের বার ও মোটরসাইকেল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।