বিশেষ প্রতিনিধি
যশোর শহরের চুড়িপট্টিতে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বিপি স্টোর নামক দোকানে ঢুকে ৬ লাখ টাকা চাঁদা বাদি এবং কর্মচারিকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। বিপি স্টোরের মালিক সাজ্জাদ হোসেন মঙ্গলবার বিকেলে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে যশোর শহরের শংকরপুর আশ্রম রোডস্থ ভাংড়িপট্টি এলাকার কামাল হোসেন ওরফে তুহিন নামে এক যুবককে।
মামলা সাজ্জাদ হোসেন উল্লেখ করেছেন, আসামি তুহিনের সাথে তার আল-কারীম ফাউন্ডেশনের সূত্রধরে পরিচয়। তার সাথে দেনা পাওনা নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ওই মামলা করার পর একাধিক ব্যক্তি তাকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর তিনি কোতয়ালি থানার একটি জিডি করেন। গত ১৪ নভেম্বর রাত সাড়ে ৯টায় তিনি দোকানে ছিলেন না। সে সময় তুহিন দোকানের ঢোকে এবং তাকে খোঁজার চেষ্টা করে। সে সময় কর্মচারিদের কাছে ৬ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে কর্মচারি মাসুদ রানা (৪০) কে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। তাকে মাটিতে ফেলে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। সে সময় অন্য কর্মচারিরা এগিয়ে এসে মাসুদ রানাকে রক্ষা করে। পরে তুহিন হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি সংবাদ শুনে দোকানে গিয়ে আহত মাসুদকে দেখেন এবং থানায় মামলা করেন। উক্ত মামলায় র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার বিকেলে তার বাড়ি হতে তুহিনকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করেন।